আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলার কৃতি সন্তান জাতীয় পাঁচ মহিলা ক্রীড়াবিদকে জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) বেলা ২ টার দিকে সাতক্ষীরা জেলার মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জেলা প্রশাসক পত্নী মিসেস জেসমিন জাহান এর নেতৃত্বে জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের বাংলো অফিস নীহারিকার কনফারেন্স রুমে সংবর্ধনা দেয়া হয় ১৬বার দ্রুততম মানবীর খেতাবপ্রাপ্ত এথলেট এবং বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার, বক্সিং এ গোল মেডেল প্রাপ্ত বক্সার আফরা খন্দকার প্রাপ্তি, বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, অনুর্ধ্ব ১৯ মহিলা ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি এবং বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের গুরুত্বপূর্ণ সদস্য মোছাঃ মাছুরা খাতুনকে
পাঁচ জন কৃতি মহিলা ক্রীড়াবিদদেরকে সম্মাননা স্মারক তুলে দেন সভানেত্রী মিসেস জেসমিন জাহান।
সভানেত্রী মিসেস জেসমিন জাহান এই ক্রীড়াবিদদের সাতক্ষীরা তথা দেশের মহিলা ক্রীড়াক্ষেত্রের রোল মডেল হিসেবে উল্লেখ করে বলেন “তাদের এই সাফল্য বাংলাদেশকে যেমন আন্তর্জাতিক অঙ্গনে সম্মান এনে দিয়েছে, তেমনি দেশের সকলের কাছে সাতক্ষীরার ভাবমূর্তিকে অনেক উজ্জ্বল করেছে। দেশের মানুষ আজ সাতক্ষীরার ক্রীড়া ক্ষেত্রে যে সুন্দর কালচার, সেটা অনুকরণ করেই সামনে এগিয়ে যেতে চায়। এর কৃতিত্ব এখানে উপস্থিত সকলের পাশাপাশি সকল মহিলা ক্রীড়াবিদদের অভিভাবকদের। যাদের কারনে আমাদের মেয়েরা সামনে এগিয়ে যেতে পেরেছে; দেশের সকলের সামনে এই জেলার মানুষদের গর্ব করার সুযোগ করে দিয়েছে। এছাড়া তিনি কোন বৈষম্য নয়, নারীরা যেনো ক্রীড়াক্ষেত্র থেকে শুরু করে যেকোন অবস্থানে পুরুষদের সমান অধিকার নিয়ে চলতে পারে” এই আশাবাদও ব্যক্ত করেন। পাশাপাশি সাতক্ষীরা জেলা থেকে আরো অনেক মহিলা ক্রীড়াবিদ খুজে আনতে উপস্থিত সংশ্লিষ্ট সকলকে তিনি অনুরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা ফারহা দিবা খান সাথীসহ জেলা মহিলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।