আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য ডাঃ রুহুল হক বলেছেন, সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরণের অন্যায় বরদাস্ত করা হবে না। নানা সীমাবন্ধতার মধ্যেও চিকিৎসকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে সরকারি হাসপাতালগুলোতে মূলত গরীব মানুষ সেবা নিতে আসে। এজন্য সকলকে আরও আন্তরিকভাবে সেবা প্রদান করতে হবে।
সোমবার (২০ মে) দুপুরে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবাসিক সার্জন ডাঃ মোঃ রাশিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ রুহুল কুুদ্দুস, হাসপাতালের পরিচালক ডাঃ শীতল চৌধুরী, উপ পরিচালক ডাঃ মেজবাহ, মেডিসিন বিভাগের প্রধান ডাঃ কাজী আরিফ আহমেদ, কার্ডিওলজি বিভাগের প্রধান ডাঃ সুমন দাস, শিশু বিভাগের প্রধান ডাঃ শামছুজ্জামান প্রমুখ। উপস্থিত ছিলে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ফজলুল হক।
বক্তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ১৯টি ডায়ালিসিস মেশিন মধ্যে ১৩টি দীর্ঘদিন ধরে নষ্ট কারণে রোগিরা বিশেষ করে গরীব রোগিরা যারপরনেই কষ্টের পাশাপাশি সমস্যার মধ্যে রয়েছে। হাসপাতালে চিকিৎসকসহ লোকবল সঙ্কটের চিত্রও তুলে ধরেন। লোডশেডিঙের কারণে হাসপাতাল অন্দকার করা হয়ে যায়সহ নানা সমস্যার কথা তুলে ধরেন।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য ডাঃ রুহুল হক বলেন স্থানীয় সাংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ লায়লা পারভীনকে সাথে নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলে এসব সমস্যার সমাধান করা হবে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে গড়ে তোলা হবে দেশের চিকিৎসা সেবার মডেল হিসেবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।