আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।
রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এমপি আশরাফুজ্জামান আশু সাতক্ষীরা মেডিকেল পরিদর্শনে যান।
এসময় তিনি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা ও সুবিধা-অসুবিধার সার্বিক খোঁজ-খবর নেন। এছাড়াও ডাক্তার ও স্টাফদের অতীতের কথা ভুলে গিয়ে এখন থেকে সাতক্ষীরার সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই চিকিৎসা সেবা পায় সেজন্য প্রয়োজনীয় ওষুধ ও ডাক্তারদের আচার ব্যবহার এবং তাদের সেবার মান উন্নয়নে হাসপাতাল পরিচালক ডা. শীতল চৌধুরীকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
স্থানীয় সাংবাদিক ও রোগীদের বিভিন্ন অভিযোগের কথা শুনে এমপি আশরাফুজ্জামান আশু হাসপাতাল কতৃপক্ষকে সতর্ক করে বলেন, আমার নির্বাচনী ইশতেহারে সরকারি হাসপাতালের মান উন্নয়ন এবং চিকিৎসা সেবা নিয়ে আমার অঙ্গীকার ছিল সেটি আমি যেকোনো মূল্যে বাস্তবায়ন করবো। আমরা সবাই জনগণের সেবক। তাই কোন হয়রানি ছাড়াই জনগণকে সকল সেবা পৌঁছে দেওয়া আমাদের দ্বায়িত্ব।
তিনি আরও বলেন, হাসপাতালে রোগীরা যদি ভালো না থাকে তাহলে আপনারাও ভালো থাকবেন না। হাসপাতালের ঔষধের কি কি ধরনের চাহিদা এবং ঘাটতি বা ডাক্তারদের কি সমস্যা তা আমাকে নিয়মিত অবগত করবেন। হাসপাতালের কোনো প্রকার অন্যায় অনিয়ম বরদাস্ত করা হবেনা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শাখাওতুল করিম (পিটুল), সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, জেলা ছাত্র সমাজের সভাপতি ও ১নং ওয়াার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির আহবায়ক কাজী আমিনুল হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি প্রমুখ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।