বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা বোয়ালখালীতে গরু চুরি প্রতিরোধে খামারিদের সভা  ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে বছরে রাজস্ব আসবে ৫ হাজার কোটি টাকা-যাত্রী কল্যান সমিতি  বাঘায় আনিসুর রহমানের খুনি গেপ্তার তাহিরপুরে ক্রিকেট খেলা উদ্বোধন করলেন ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী সাতক্ষীরায় শিশুসহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু  রংপুরে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

সাতক্ষীরা সদরের ঘোনায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

মুজাহিদ সাতক্ষীরা ব্যুরোঃ
  • আপডেট সময় বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩৩৩ বার পঠিত

 

মুজাহিদ সাতক্ষীরা ব্যুরোঃ

সাতক্ষীরা সদরের ঘোনা বাশিয়াপাড়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে । গত মঙ্গলবার (২৬ মার্চ) বেলা একটার দিকে ঘোনা ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকায় ওই ঘটনা ঘটে।
একাধিক সূত্রে জানা যায়, সদরের ঘোনা মৌজায় পৈত্রিক সূত্রে আরএস ১৩১৪ নং খতিয়ানে হাল ১৪৯৩,১৪৮৯ দাগে মোট ৬০ শতক জমি দীর্ঘদিন বাসিয়াপাড়া এলাকার মৃত খোদাবক্স বেশে এর ৪ ছেলে কামরুজ্জামান,রবিউল,রফিক ও খাইরুল ইসলাম ভোগ দখল করে আসছিলেন। কিন্তু স্থানীয় মোস্তাফিজুর রহমান বাবলু ও তার ভাই ইমরান হোসেন সবুজ সহ অজ্ঞাতনামা ৫/৭ জন দলবল নিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমির সীমানা প্রাচীর (ঘেরা) উপড়িয়ে দেওয়া সহ বুধবার রাতে রবিউল ইসলাম এর বাড়িতে অতর্কিত হামলা করে ভাঙচুর চালায়। এ ঘটনায় আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রকৃত ঘটনাটি আড়াল করতে মোস্তাফিজুর রহমান বাবলু তার ভাইকে দিয়ে সদর থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। জমি দখলের এ চেষ্টা নিয়ে গ্রামে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। কিন্তু কোন সমাধান হয়নি। এরপর ১২ জুন ২৩ তারিখে সাতক্ষীরা বিজ্ঞ আমলি আদালতে ১৪৫ ধারায় একটি মামলা করেন খাইরুল ইসলাম। মামলা নং-১২৯২/২৩ ঐদিনই আদালত এই জমির উপর শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ জারি করেন। সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, আদালতের ১৪৫ ধারার এই নোটিশ উভয়পক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। পরবর্তীতে বাদী-বিবাদী উভয় পক্ষের মারামারির খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এবং শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনেন।
জানতে চাইলে, অভিযুক্ত মোস্তাফিজুর রহমান বাবলু এ প্রতিবেদককে বলেন, ৬০ শতক জমির ভিতরে আমার আংশিক জমির রয়েছে। এর মালিক আমি নিজে। বাকি জায়গা সে দখল করে আছে। ঘর ভাঙচুর কিংবা ঘেরা বেড়া কাটা সম্পূর্ণ মিথ্যা। এ ব্যাপারে, ইমরান হোসেন সবুজ বলেন, আমি অসুস্থ। এ ব্যাপারে পরে কথা বলব।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা অপেক্ষা করে ঘর ভাঙচুর ও সীমানা প্রাচীর কাটা সম্পূর্ণ বেআইনি। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।