আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার ছয়ঘরিয়া মোড় আর এন্ড এইচ রাস্তা হইতে আখড়াখোলা বাজার ভায়া ছাতিয়ানতলা পর্যন্ত ইউএনআই ইউনিব্লক রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া মোড়ে আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে ইউনিব্লক রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমি জনস্বার্থে ও কোনটা করলে ভালো হয়। জনগণ খুশি হবে আমি সব সময় মানুষের পাশে থেকে সেই কাজটাই করার চেষ্টা করেছি। যে কাজটি ইউনিয়নের মেম্বাররা করতে পারে। সে কাজ নিয়েও মানুষ আমার কাছে আসে আমার এলাকার জনগণ। আমি সে কাজটিও করে দিয়েছি। তারা যেন আমার কাছে আসতে পারলে তাদের মনে হয় ভালো লাগে। আমি কখনও বিরক্তবোধ করিনা। আমি জনগণের সেবক এবং সাধারণ জনগণের লোক।
জনগণ নিয়ে থাকতে পারলে আমার খুব ভালো লাগে। আমি সব সময় অসহায় নির্যাতিত বঞ্চিত মানুষের পাশে কাজ করতে চায়। জনগণের পাশে রাস্তায় থেকে রাস্তা, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের ভবনসহ এলাকার উন্নয়ন ও মানুষের উন্নয়ন করতে পারাটা আমার স্বার্থকতা। দেশের সামগ্রীক উন্নয়ন অগ্রযাত্রায় জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। যদি থাকে জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ তবে পথ হারাবেনা বাংলাদেশ। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার জন্য দীর্ঘায়ু কামনা করে দোয়া চান বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু প্রমুখ। গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্র (এলজিইডি) সাতক্ষীরা’র বাস্তবায়নে ছয়ঘরিয়া আর এন্ড এইচ-আখড়াখোলা বাজার ভায়া ছাতিয়ানতলা এবং বটতলা মোড় সড়ক ইউনিব্লক ৩.৩৩২ কিলোমিটার রাস্তা ১ কোটি ৩২ লক্ষ ৮৯ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন উপসহকারি প্রকৌশলী এস এম সেলিম রেজা, সার্ভেয়ার রফিকুল ইসলাম, সাংবাদিক ইয়ারব হোসেন, নির্মাণ কাজের ঠিকাদার আসাদুজ্জামান সেলিম, অরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এমএমএ মজনু, ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রেজাউল করিম, আওয়ামী রীগ নেতা মো. শাহিদুল ইসলাম, যুবলীগ নেতা আবতাবুজ্জামান লাল্টু, আগরদাঁড়ী ইউপি সদস্য মো. শামছুর রহমান প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা।