আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা সদর উপজেলার, ৮ নং ধুলিহর ইউনিয়নের বড়দল, গোবিন্দপুর ও বালুইগাছা এলাকার মানুষের চলাচলের এই রাস্তাটির বেহাল অবস্থা? বৃষ্টি হলেই জলাদ্ধতার পাশাপাশি কাচা রাস্তা আর রাস্তার উপর পানি যেন দুর্ভোগের আরেক কারণ। তাই দুর্ভোগ থেকে রেহাই পেতে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বড়দল গ্রামের পুটে কারিকরের বাড়ি হতে মোংলা সরদারের বাড়ির পিচের রাস্তা পর্যন্ত রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা গেছে, অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি দীর্ঘ দিন ধরে চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। অনেক আগে রাস্তাটি ইটের সোলিং করা হলেও গত কয়েক বছর ওই এলাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থাকায় বর্তমানে রাস্তাটি অস্তিত্ব সংকটে রয়েছে। ভাঙাচুরা এই রাস্তা দিয়ে মানুষের চলাচল করতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী, বিভিন্ন যানবাহনসহ শত-শত মানুষ চলাচল করে থাকে। অথচ রাস্তাটি দেখলে মনে হয় দেখার কেউ নেই। স্থানীয় ইউপি সদস্য মো. এনামুল হক খোকন জানান-প্রায় ২ বছর মেম্বর নির্বাচিত হলেও চেয়ারম্যান মিজান চৌধুরী আমাকে একটাও কাজ দেননি। আমার বাড়ির সামনের এই ৯শ’ মিটার রাস্তার আইডি নং ৫৩৬০। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি অবিলম্বে পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি একই সাথে রাস্তাটি যাহাতে দ্রুত সংস্করণ হয় তার জন্যে ও
জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।