আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে সাতক্ষীরা সদর এমপি’র অনুকূলে টিআর-কাবিটা কর্মসূচীর আওতায় প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ জুন) সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত অনুদানের চেক বিতরণ করেন, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সাতক্ষীরা-০২ আসনের এমপি আশরাফুজ্জামান আশু। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১২০টি প্রকল্পের অধীনে সাতক্ষীরা সদর উপজেলায় ৭১লক্ষ ৩৩হাজার ৩৩৩ টাকার বরাদ্ধকৃত অর্থের চেক বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করেন সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু। মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান লাইব্রেরি সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এর অধীনে এ অর্থ প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সদর এমপি’র একান্ত সহকারী ও জেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক শেখ নাঈম হোসেন, এমপি’র এপি এস সহ যুগ্ম সাধারণ সম্পাদ নাজমুল হোসেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমানসহ সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।