আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা শহরের শহিদ রীমু সরণীস্থ সরকারি কলেজ সড়ক পূননির্মাণের দাবিতে আগামী ২ জুন রোববার সকাল ৯টা থেকে শহরের পোস্ট অফিসের মোড়ে প্রতীকী সড়ক অবরোধ কর্মসূচি সফল করার আহবান জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।
শুক্রবার (৩১ মে ) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল এর সভাপতিত্বে জনগুরুত্বপূর্ণ এই সড়কটিতে সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা পোস্ট অফিস, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, সাতক্ষীরা জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কার্যালয়, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সাতক্ষীরা রেজিস্ট্রি অফিস, জেলা সমবায় অফিস, সাতক্ষীরা টেলিফোন অফিস, শহর সমাজ সেবা অফিস, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থার কার্যালয়, পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের মত অসংখ্য সরকারি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীজীবীসহ হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু পৌর কর্তপক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়েও দীর্ঘদিন যাবৎ সড়কটি পুর্ননির্মাণে কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করেনি।
এব্যাপারে গত ৮ মে এক মানববন্ধন কর্মসূচি থেকে সড়ক পুননির্মাণের আল্টিমেটাম দেয় সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। কিন্তু পৌর কতৃপক্ষ সড়ক নির্মাণে দৃশ্যত কোন কার্যক্রম শুরু করেনি।
নাগরিক কমিটির সভায় বক্তারা সরকার ঘোষিত সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষা বর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরু, নাভারণ-সাতক্ষীরা-মুন্সিগঞ্জ রেললাইন নির্মাণ, ঘোষিত পাটকেলঘাটা উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু, জলাবদ্ধতা নিরসন, ভেড়িবাধ সংস্কার, উপকূলীয় বোর্ড গঠনসহ বাজেটে সাতক্ষীরার উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দসহ ২১দফা দাবী বাস্তবায়নের আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড.আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল ওয়াহেদ, অধ্যাপক পবীত্র মোহন দাশ, প্রবীণ রাজনীতিবিদ সুধাংশু শেখর সরকার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু, সিপিবির সভাপতি আবুল হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচির শেখ মুসফিকুর রহমান মিল্টন, এনজিও কর্মী এড. মুনির উদ্দীন, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, জেলা কৃষক লীগের সহ-সভাপতি এড. আল মাহামুদ পলাশ, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ইদ্রিস আলী, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক মুনসুর রহমান, সাংবাদিক জহুরুল কবির, বায়েজিদ হাসান প্রমুখ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।