আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা শহর ও সদর উপজেলায় অবস্থিত ৫০ জন সেলুন মালিক-শ্রমিকের মাঝে হাসিমুখ সেঞ্চুরি একাডেমির উদ্দ্যোগে বৃক্ষ বিতরণ উপহার ও গাছ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৮ আগষ্ট) দুপুরে সাতক্ষীরা হাসিমুখ সেঞ্চুরি একাডেমির উদ্দ্যোগে বিডিএস ভবনে সংগঠনের পরিচালক, সাবেক ছাত্রনেতা ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি এড আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সমন্বয়ক সাংবাদিক শেখ আহসানুর রহমান রাজিব, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম, সাংবাদিক মোস্তফা রায়হান সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আল মাসুদ, জেলা সেলুন মালিক সমিতির সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাস, সদস্য ব্রজেন বিশ্বাস প্রমুখ।