জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ ২০১৬ সালের ৩১ ডিসেম্বর গাইবান্ধা-১ আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার ঘটনায় প্রধান সমন্বয়কারী চন্দন কুমার রায়কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১১ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরার ভোমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।চন্দন কুমার রায় ইন্টারপোল কর্তৃক রেড নোটিশ জারিকৃত মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, বহুল আলোচিত গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী ও ইন্টারপোল কর্তৃক রেড নোটিশ জারিকৃত মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি চন্দন কুমার রায়কে গ্রেফতার করা হয়েছে।
[caption id="attachment_13308" align="alignnone" width="300"] সাংসদ সদস্য লিটন ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয় সাবেক এমপি লিটনকে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় সাতজনের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।[/caption]
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ৬ জনকে গ্রেফতার করা গেলেও চন্দন কুমার ঘটনার পর থেকেই ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।