বাগেরহাট প্রতিনিধিঃ
সামাজিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সম্মিলিত অঙ্গিকার প্রয়োজন। মূল্যবোধ পরিবর্তন এবং সচেতনতা সৃষ্টির মাধ্যমে সামাজিক ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নিতে হবে।
রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে মোংলায় বঙ্গবন্ধু মহিলা সরকারি কলেজ মিলনায়তনে ইয়ুথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ'র আয়োজনে সামাজিক সম্প্রীতি সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।
রবিবার বিকেল ৩টায় ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিপ লিডারশিপ নেটওয়ার্ক এর সহযোগিতায় অনুষ্ঠিত সংলাপে সুশাসনের জন্য নাগরিক সুজন'র সভাপতি মো. নূর আলম শেখ'র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান। সংলাপে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সহযোগী অধ্যাপক সুরজিৎ রায় মজুমদার। সংলাপে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইস্রাফিল হোসেন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ'র ম্যানেজার শশাঙ্ক বরণ রায়, ব্রেভ প্রকল্প'র জেলা সমন্বয়কারি নাজমুল হুদা মিনা, পৌর কাউন্সিলর বাহাদুর মিয়া, পৌর কাউন্সিলর শিউলি আকন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ'র কাজী মিজানুর রহমান, মোঃ হাফিজুর রহমান প্রমূখ। সংলাপে "সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকাই প্রধান" শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিএন স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং বঙ্গবন্ধু মহিলা সরকারি কলেজ রানার্সআপ হয়। বির্তক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল। বিচারক ছিলেন মোংলা টেকনিক্যাল কলেজের সহকারি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত কুমার রায় ও পেড়িখালি পি ইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গীতিকার মোল্লা আল মামুন। সংলাপে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিলো সুর ও বানী সঙ্গীত একাডেমি। সম্প্রীতি নাটক পরিবেশনা করে বাগেরহাট ব্রেভ ইয়ুথ গ্রুপ। উল্ল্যেখ্য জাতীয় সঙ্গীতের মাধ্যমে সংলাপ শুরু হয় এবং সামাজিক সম্প্রীতি সুরক্ষার অঙ্গীকারনামায় স্বাক্ষরের মাধ্যমে সংলাপ শেষ হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।