আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক ভিক্ষুকসহ চার দিনমজুরের বসতবাড়ি। আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এসব অসহায় ক্ষতিগ্রস্তরা।
শুক্রবার (১৪ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা ও নগরকান্দা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী মোঃ নাঈম মুন্সী জানান, শুক্রবার রাত ৯টার দিকে মাঝারদিয়া গ্রামের ভিক্ষুক কৈতুরী বেগমের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে কৈতুরী বেগমসহ দিনমজুর হাবিবুর রহমান, জাফর মোল্যা, জিল্লু শেখ ও আবুল খায়েরের পাঁচটি টিনের বসতঘর ও তিনটি রান্নাঘর সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোঃদেলোয়ার হোসেন বলেন, খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে গিয়ে সালথা ও নগরকান্দার চার ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।