আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে বুধবার ( ২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ডিসেম্বর মাসের এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস, মৎস্য অফিসার রাজিব রায়, সালথা থানার এসআই আওলাদ হোসেন, ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারমান ফারুকুজ্জামান ফকির মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনপ্রতিনিধিসহ সবাইকে দায়িত্বশীল আচরণ করার কথা বলেন পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। পরবর্তী সময়ে উপজেলার সর্বত্র আইন শৃঙ্খলা যেন স্বাভাবিক থাকে সেই বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার কথা বলেন।