আকাশ সাহাঃ সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়ন মূলক কর্মকাণ্ড তৃনমূল মানুষের মাঝে অবহিত করার লক্ষ্যে ফরিদপুরের সালথায় আওয়ামীলীগের মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে সালথা সদর বাজারে বাইপাস সড়কে অবস্থিত আওয়ামীলীগের উন্নয়ন প্রচারণা অফিসে এই মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য,বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর (অবঃ) আতমা হালিম এর সভাপতিত্বে কর্মীসভায় উপস্থিত ছিলেন,সালথা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্লা, রামকান্তুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন,সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সৈয়দ আলী,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কবির খান, ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান,যুবলীগ নেতা রাসেন খান,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুসাইন আলী প্রমূখ।
কর্মী সভায় মেজর ( অবঃ) আতমা হালিম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃনমূল মানুষের মাঝে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরার লক্ষেই আমাদের এই সভা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে ঐক্যের বিকল্প নাই। বিএনপি যতই লাফালাফি করুক বাংলাদেশের জনগন তাদের প্রত্যাক্ষান করেছে। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর প্রস্তুতি নিতে হবে।