আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় ৪'শ ৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (১০ মার্চ) দুপুরে ওই দুই মাদক কারবারিকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে শনিবার (০৯ মার্চ) রাতে সালথার পুরুরা ভদ্রপাড়ার সোনার বটতলা মোড় নামক এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটকরা হলেন- সালথার পুরুরা মৃধাপাড়া এলাকার মৃত আব্দুল গণি মোল্যার ছেলে মামুন মোল্যা (৩০) ও পাশের পুরুরা ভদ্রপাড়া এলাকার মৃত অনিল সরকারের ছেলে টুটুল সরকার (৩৫)।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হান্নান মিয়া।তিনি বলেন, ওই দুই মাদক কারবারির নামে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের শেষে রবিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।