আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় ২০২২-২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বিকাল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনের উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বীজ ও সার বিতরণ করা।
এ সময় মোট১৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি ব্রিধান ৪৮ এর বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি করে ডিএপি সার প্রদান করা হয়।
বীজ ও সার বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস, সহকারী কমিশনার ভূমি মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, মৎস্য অফিসার রাজীব রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তুরাজসহ সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।