আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে আঘাত হেনেছে ভয়াবহ ঘুর্ণিঝড় । তিন মিনিটের ঝড়ে ভেঙ্গে গেছে ১৫টি ঘরবাড়ি ও অসংখ্য গাছপালা।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঘুর্ণিঝড় আঘাত হানে। রাতে পুরো এলাকা অন্ধকারে রয়েছে।
আওয়ামী লীগ নেতা কাজী দেলোয়ার হোসেন ও যুবলীগ নেতা ফুয়াদুজ্জামান ফুয়াদ জানান, বৃহস্পতিবার বিকালে বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে এক ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে। কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রচন্ড বেগে ঘূর্ণিঝড়ের আঘাতে ১৫টি বসতঘর তচনছ হয়ে যায়।
এসময় হাফেজ মোঃ সগির মুন্সির (মসজিদের ইমাম) বসতবাড়ীর দুটো বসতঘর ভেঙ্গে চুরমার হয়ে যায়। বিধবা লিপি বেগমের একমাত্র আধাপাকা ঘরটি বিশাল গাছ পড়ে মূহুর্তের মধ্যে ঘরটি গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। লিপি বেগম কোনো রকমে বাথরুমে আশ্রয় নিয়ে প্রানে বেঁচে যান।
এছাড়া লিটু মুন্সি, ফারুক মুন্সি, মুরাদ মুন্সি, দবির মুন্সি, কাইউম মুন্সি, কামাল ঠাকুর, জামাল ঠাকুর, জমিলা বেগম, নিরু বেগম, ছানো কাজী, আতি কাজীর বসতঘরসহ অসংখ্য রান্না ঘর এবং প্রচুর গাছপালা ভেঙে পড়েছে।
বিদ্যুতের তাঁর ছিড়ে এবং গাছ পড়ে সোনাতুন্দীর উত্তর পাড়ার একমাত্র ইটের সলিং এর রাস্তাটি বন্ধ হয়ে আছে। এছাড়াও পুরো এলাকা বিদ্যুতবিহীন রয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।