আকাশ সাহাঃ ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা জাতীয় পর্যায় থেকে শুরু করে সব ক্ষেত্রে আইনগত সহায়তা বা লিগ্যাল এইডের গুরুত্ব তুলে ধরেন। বিনামূল্যে আইনি সহয়তা ও মামলার জট খুলতে আইনগত সহয়তা নেওয়ার কথা বলেন।
সালথা উপজেলা নির্বাহী অফিসার (অতিঃদাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সালথা থানা পুলিশে এসআই ফরহাদ হোসেন, জেলা যুবলীগের আহবায়ক কটির সদস্য শওকত হোসেন মুকুল প্রমূখ। আলোচনা সভাটি সঞ্চালনা করে সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।