আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
“সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় ভোটার দিবস ২০২৪ইং পালিত হয়েছে। শনিবার (২ মার্চ) বেলা ১১টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল রসিদ মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তুরাজ, জীবন বীমা কর্পোরেশনের সিনিয়র উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সাহিদ মোল্যা, উপজেলা জাইকা কর্মকর্তা মো. রিফাত রিয়াজ, সালথা থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।