আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
“নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ইং উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের চত্বর একটি র্যালী বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ শাহরিয়ার জামান শাবু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (কৃষিবিদ) মোঃ তুরাজ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, সহকারী প্রোগ্রামার (আইসিটি) মোঃ টিপু সুলতান, ইউডিএফ ইউজিডিপি কর্মকর্তা মোঃ রিফাত রিয়াজ প্রমুখ এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নের মৎস্যচাষীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।