আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ২০২৩ইং এর ১ম রাউন্ডের ৫ম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টায় ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ম্যাচটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ। ম্যাচটিতে মধুখালি উপজেলা একাদশ বনাম চরভদ্রাসন উপজেলা একাদশ অংশ নেয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় খেলাটি উপভোগ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, মধুখালি উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুন আহমেদ অনিক, চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী খোরশেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজারো ফুটবল প্রেমী দর্শক।
খেলাটির ধারাভাষ্যকার হিসেবে ছিলেন সালথা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান ও বাবুল হোসেন। এবং খেলাটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।
খেলায় ট্রাইবেকারে ৪-৩ গোলে চরভদ্রাসন একাদশকে হারিয়ে মধুখালি একাদশ জয়লাভ করে।