আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় জেলা প্রশাসক শীতকালিন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাঝারদিয়া ইউনিয়ন ক্রিকেট একাদশ বনাম বল্লভদি ইউনিয়ন ক্রিকেট একাদশ এর মধ্যেকার ম্যাচটি শুরু। খেলা শেষে বল্লভদি ইউনিয়ন ক্রিকেট একাদশকে ৮ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মাঝারদিয়া ইউনিয়ন ক্রিকেট একাদশ।
পরে জেলা প্রশাসক শীতকালিন ভলিবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় সোনাপুর ইউনিয়ন বনাম যদুনন্দী ইউনিয়ন অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ)।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা আহসান কামাল, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, বল্লভদি ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, ব্যবসায়ী মামুন-অর রশিদ প্রমূখ।