আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ফরিদপুরের সালথা উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে উদ্ভোধনী, পুরস্কার বিতরণী, সমাপনি অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৯ নভেম্বর) বেলা ১০টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর এই মেলা শুভ উদ্ভোধন করা হয়।
দিনব্যাপী এই উদ্ভাবনী মেলা চারটি প্যাভিলিয়ানে প্রায় ২৫টি স্টল অংশ নেয়। উপজেলার বিভিন্ন দপ্তর, সেবামূলক প্রতিষ্ঠান ,স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এই মেলায় অংশ নেয়। মেলায় ছোট বড় নানা শ্রেনী পেশার মানুষ বিভিন্ন স্টলে ভীর করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার রাজিব রায়, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তাফা আহসান কামাল, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী প্রমূখ।
আগত অতিথি বৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।