আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সহসভাপতি আজিজুর রহমান, এম কিউ হোসাইন বুলবুল, চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, মনির মোল্যা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংবাদিক আবু নাসের হুসাইন, নুরুল ইসলাম নাহিদ, মজিবুর রহমান, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, শরিফুল হাসান, সাইফুল ইসলাম মারুফ, বিধান মন্ডল, আকাশ সাহা, মোশারফ হোসেন, মোহাম্মাদ সুমন, সাদ্দাম হোসেন, জাকির হোসেন প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন বলেন, যে কোনো সমস্যা সমাধানে আমি বিশ্বাসী। এসময় উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি বলেন,উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে সালথা ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সালথা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. আক্তার হোসেন শাহিন যোগদান করেন। এর আগে তিনি নরসিংদি জেলার বেলাবো উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।