আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুর-২ আসনের উপনির্বাচন সামনে রেখে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভিন্ন বাজারে পথসভা করেন বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী।
আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে শনিবার সকাল ১১ থেকে বিকাল ৫ টা পর্যন্ত ইউনিয়নের অাটঘর, জয়কাইল, নকুলহাটি ও গৌড়দিয়া পথসভা করেন লাবু চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আটঘর ইউপি চেয়ারম্যান মো: শহীদুল হাসান খাঁন সোহাগ, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা,বীর মুক্তিযোদ্ধা সাহাদত হোসেন, আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাদিস মিয়া, সাধারণ সম্পাদক বরুন কুমার সরকার, আওয়ামী লীগ নেতা আবু সালেহ মোঃ খসবু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওয়াসিম জাফর, সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মহন রায়, আওয়ামী লীগ নেতা জলিল মাতুব্বর, মোঃ শাহজাহান, শাহআলম মোল্যা, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান ওহিদসহ স্থানীয় নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় মাননীয় প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং প্রয়াত নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট কামনা করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী।