আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় পুকুরে পানিতে ডুবে দুরান্ত নামে আড়াই বছরের এক শিশু মারা গেছে। আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু দুরান্ত ওই গ্রামের তপন মালোর একমাত্র ছেলে।
নিহত শিশুর দাদা শ্রীদাম মালো জানান, মঙ্গলবার দুপুরে দুরান্তর মা রান্না ঘরে কাজ করছিল। তখন বাড়ির ওঠানে দুরান্ত ছোট একটা লাঠি হাতে নিয়ে একদল হাঁসের সঙ্গে খেলছিল। একপর্যায় পরিবারের সবার অজান্তে সে বাড়ির সামনে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। ধারনা করা হচ্ছে- ওই হাঁসের দলকে ধাওয়া দিয়ে তাদের পিছনে পিছনে পুকুরের পানিতে গিয়ে পড়ে দুরান্ত।
গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান পানিতে ডুবে দুরান্তর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, একমাত্র শিশু সন্তানকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছে বাবা-মা। পুরো পরিবারে চলছে শোকের মাতম।