আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) বিকাল ৪টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই গ্রামের মিরাজ মোল্লার মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মরিয়ম বিকাল ৪টার দিকে তার সমবয়সীদের সাথে বাড়ির সামনে পুকুর পাড়ে খেলাধুলা করছিল। অন্যান্য শিশুরা বিকাল ৪টার দিকে বাড়ি ফিরলে মরিয়ম বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে প্রতিবেশি মোছা: সরলা আক্তার শিশু মরিয়মের মৃতদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজনদের খবর দেয়। পরে তার মৃতদহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশু মরিয়মের মৃতদেহের সুরতহাল রিপোর্ট করেন বলে পুলিশ জানিয়েছেন।
ঘটনার সত্যেতা নিশ্চিত করে সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, আমি ঢাকা আছি। টেলিফোনের মাধ্যমে শুনেছি শিশুটি খেলা করতে করতে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে গিয়ে মারা যায়। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।