আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ষষ্ঠ পর্যায়ের ২ধাপে ফরিদপুরের সালথায় ২য় মেয়াদে পুনরায় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ ওয়াদুদ মাতুব্বর। এছাড়া ভাইস-চেয়ারম্যান শওকত হোসেন মুকুল এবং মহিলা ভাইস-চেয়ারম্যান মোসাঃ মোরশেদা খানম নির্বাচিত হয়েছেন।
২১শে মে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে ২০ মে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৫০ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৪২১৪৮ জনের ভোটারের মধ্যে প্রায় ৩০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
৫০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোঃ ওয়াদুদ মাতুব্বর আনারস প্রতিকে ৩৭৭৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ওয়াহিদুজ্জামান মোটর সাইকেলে প্রতিকে ৫৩৪২ ভোট পেয়েছেন।
ভাইস-চেয়ারম্যান পদে মোঃ শওকত হোসেন মুকুল টিউবওয়েল প্রতিকে ১৬৪১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আছাদ মাতুব্বর চশমা প্রতিকে ১২০৫১ ভোট পেয়েছেন।
এছাড়াও মোঃ বাদল হোসেন তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১০৩৬৯ ভোট,মোঃ মোশাররফ হোসেন বই প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬৮৫ ভোট,মোঃ ওয়াজেদ সেক মাইক প্রতীকে ৭৭৫ ভোট,আমিন খন্দকার উড়োজাহাজ প্রতীক নিয়ে ৩০৪ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোসাঃ মোরশেদা খানম ফুটবল প্রতিকে ১৫৫৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শিরি বেগম কলস প্রতিকে ১২৫৫৩ ভোট পেয়েছেন।
এছাড়াও সোহেলী বেগম হাঁস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭৮৩৩ ভোট,ফারজানা ইয়াসমিন প্রজাপতি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬৯৯১ ভোট।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বালি বলেন, উপজেলার ৫০ টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।