আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
দেশের খ্যাতনামা বীজ কোম্পানী লাল তীর সীড লিমিটেড এর উন্নত জাতের পেঁয়াজ বীজ নিয়ে ফরিদপুরের সালথায় পেঁয়াজ চাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। লাল তীর সীড লিঃ এর আয়োজনে বুধবার (২২ মার্চ) বিকেলে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুড়া সাধুর পাড়া এলাকায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
স্থানীয় পেঁয়াজ চাষি আঃ সালাম মোল্যার সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ তুরাজ হোসেন। আরও উপস্থিত ছিলেন, লাল তীর সিড লিমিডেটের রিজওনাল ম্যানেজার মোঃ হারুন আর রশিদ, জেলা ম্যানেজার মোঃ শফিকুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা ম্যানেজার মোঃ রবিউল ইসলাম, লাল তীরের পরিবেশক মোঃ সরোয়ার হোসেন (বাচ্চু) প্রমূখ।
লাল তীর সীড লিমিটেড কয়েকজন কৃষক কে পরিক্ষামূলক ৮ প্রকার পেঁয়াজ বীজ প্রদান করে, সকলেই সেই পেঁয়াজের প্লট পরিদর্শন করেন । এসময় চাষিদের সাথে কথা হলে তারা জানায়, লাল তীর পেঁয়াজ বীজ গুনে মানে সেরা তবে বাজারের তুলনায় দাম বেশি। ফলন তুলনামূল খুব ভাল। এরপর থেকে তারা লাল তীর পেঁয়াজ বীজ ব্যবহার করবেন বলে জানান। লাল তীর পেঁয়াজ বীজের দাম কমানোর জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেন চাষিরা।
লালতীর সিড লিমিডেটের রিজওনাল ম্যানেজার মো. হারুন আর রশিদ সাংবাদিকদের বলেন, সালথায় এবার দুই জন কৃষককে লাল তীর হাইব্রীট, লাল তীর কিং, লাল তীর-২০, রেড পেষণ, রেড ভিলেস, রেড ড্রাগন, বিজিএস-৩৫৯, বিজিএস-৪০৩ জাতের বীজ ফ্রি দেওয়া হয়। ওইসব বীজ থেকে চারা উৎপাদন করে তারা ৩ একর জমিতে পেঁয়াজের চাষ করেন। তাদের ক্ষেতে পেঁয়াজ সেরা ফলন হয়েছে। লাল তীর লিমিডেটের এসব জাতের পেঁয়াজ ফাটে না, ফলনও ভাল হয়, উৎপাদিত পেঁয়াজের বাজার দর বেশি হয়, কড়া ঝাঁজ ও দেশী পেঁয়াজের স্বাদ পাওয়া যায়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।