আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে,পাশাপাশি বাল্যবিবাহের আয়োজন করায় কনে পক্ষ ও বর পক্ষ কে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের খর্দ লক্ষনদিয়া গ্রামে বাল্যবিবাহের আয়োজন চলছিলো। এমন খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করেন এবং বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবা ও বর পক্ষকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলেও তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী সাংবাদিকদের বলেন, বাল্যবিবাহ দেশ ও জাতির জন্য অভিশাপ। গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদ্রাসা ছাত্রীর বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের নির্দেশনায় ঘটনাস্থলে গিয়ে বিয়েটি বন্ধ করা হয়।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সালের ৮ ধারা অনুযায়ী উভয় পক্ষকে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও ছেলে ও মেয়ে উভয়ের পিতার কাছ থেকে পরবর্তীতে বাল্যবিবাহ কার্যক্রমে জড়িত হবেন না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়েছে। বাল্যবিবাহ রোধকল্পে উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস ও সালথা থানা পুলিশের এসআই আবু রায়হান নূর ও এসআই নাজমুলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।