আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সালথা উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সালথা মডেল প্রাথমিক বিদ্যালয় কক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন প্রাথমিক শিক্ষক সমিতি।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাইনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদের সঞ্চালনায় এ সময় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান, কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা জনাব রবিউল আলম, মোঃ শাহজাহান মোল্লা,সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন, সহ-সভাপতি অনন্ত কুমার বিশ্বাস,নির্বাহী সম্পাদক সঞ্জয় কর,সাংগঠনিক সম্পাদক মোঃ এসকেন্দার আলী,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুজ্জামান খান, অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম, সমবায় সম্পাদক বেলায়েত হোসেন, পরিকল্পনা সম্পাদক ফয়সাল আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ, শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া মাহফিলে সকল শিক্ষক ও দেশবাসির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।