আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় শারদীয় দুর্গোৎসব ২০২২ইং উদযাপন উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ তাসলিমা আকতার। মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্ডপসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
উক্ত পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান রুপা বেগম। আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রহ্লাদ শীল প্রমুখ। এছাড়াও আনসারের সদস্যবৃন্দ উপস্থিত।
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছে এবং মন্দির কমিটির কাছে অনুরোধ করেন যাতে তাদের যেকোনো সমস্যা হলে তাকে সঙ্গে সঙ্গে অবহিত করা হয়। শুভেচ্ছা বিনিময় শেষে সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, প্রতি বছরের ন্যায় এবারও দূর্গা পূজায় শান্তি, শৃঙখলা বজায় রাখার জন্য পুলিশ সর্বদা প্রস্তুত আছে, প্রতিটি পূজা মন্ডপেই ২৪ ঘন্টা স্বেচ্ছাসেবক, ভ্রাম্যমাণ টিম, আনসার সদস্য ও পুলিশের সদস্য’রা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।