আকাশ সাহাঃ (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় পঞ্চম বারের মতো বীর মুক্তিযোদ্ধা চৌধুরী ইউনুস আলী স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সালথা ক্রিকেট ফ্যানস্ ক্লাবের উদ্যােগে শনিবার (২৫ নভেম্বর) সালথা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী।
এসময় উপস্থিত ছিলেন ১নং রামকান্তুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন, চৌধুরী সাব্বির আলীর সহধর্মীনি রিশাদ চৌধুরী সাথী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান এমিলি প্রমূখ।
৮টি দলের মধ্যে নকআউট পদ্ধতিতে খেলা পরিচালিত হয়, খেলা পরিচালনা করেন মাসুদ রানা ও সাজ্জাদ খান সাগর। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের এর মাঝে ১৯” এলএইডি মনিটর এবং রানারস আপ দলকে ০১টি মোবাইল সেট প্রদান করা হয়।