আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
“নেশা ছেড়ে কলম ধরি,মাদকমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় দানবীর খ্যাত বীর মুক্তিযোদ্ধা চৌধুরী ইউনুস আলী নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ খেলা অনুষ্ঠিত হয়েছে।
যুব সমাজের আয়োজনে শুক্রবার (৬ জানুয়ারী) সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত ১২ টা পর্যন্ত সালথা সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
৮ দলীয় টুর্নামেন্ট খেলায় ইলেভেন স্টার টিম কে হারিয়ে ব্রাদার্স একাদশ টিম চ্যাম্পিয়ন হয়।
এসময় উপস্থিত ছিলেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা চৌধুরী ইউনুস আলীর পুত্র সালথা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী,জাতীয় শ্রমিক লীগ সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, সালথা থানার এ এস আই শহিদুল ইসলাম, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন, ইউপি সদস্য কবির খাঁন, সৈয়দ আলী, চৌধুরী সাব্বির আলীর ভগ্নিপতি মামুনুর রশিদ, ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ খাঁন রাজ,সালথা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান এমিলি প্রমূখ।
খেলাটি ধারাভাষ্যকার হিসেবে ছিলেন, বাবুল হোসাইন।