আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
আগামী ২০শে ফেব্রুয়ারি দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষ্যে ফরিদপুরের সালথা উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে (১৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইফতেখার আজাদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকতার হোসেন শাহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রমাঃ তুরাজ, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রুপা বেগম, আটঘর ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ, বল্লভদী ইউপি চেয়ারম্যান খন্দোকার সাইফুর রহমান শাহিন, সালথা থানা পুলিশের এসআই ফরহাদ হোসেন প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইফতেখার আজাদ মনবদেহে ভিটামিন এ`র গুরুত্ব তুলে বলেন, আগামী ২০ ফেব্রুয়ারি উপজেলার ১৯৩ স্থানসহ প্রতিটি টিকা কেন্দ্রে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। চলতি বছরে ৩১ হাজার ১২ জন শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা নিয়েছেন স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৭ হাজার ১৫৮ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল আর ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৮৫৪ জন শিশুকে নীল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।