আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে ফরিদপুরের সালথায় প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন। সোমবার (০৭ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ব্রিফিং করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহীন।
ব্রিফিংকালে উপস্থিত ছিলেন, স্থানীয় দৈনিক বাঙালি সময় পত্রিকার সম্পাদক মো. সেলিম মোল্লা, জাতীয় দৈনিক ভোরের কাগজের সালথা উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, সরেজমিন বার্তার রিপোর্টার নিজাম তালুকদার,আমার সংবাদের প্রতিনিধি বিধান মন্ডল, মানবকন্ঠের প্রতিনিধি শরিফুল হাসান, দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি আকাশ সাহা প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানানো হয়, আগামী (০৯ আগস্ট) সকাল ১০টায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সারা দেশে ২২১০১টি ঘর এবং ফরিদপুর জেলায় ৬২৪টি গৃহ প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে ফরিদপুর জেলার চারটি উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। গৃহ হস্তান্তর অনুষ্ঠানটি সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে এবং বিটিভি লিংক এর মাধ্যমে সালথা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সম্প্রচার করা হবে। তিনি আরও জানান, সালথা উপজেলায় 'ক' শ্রেণিভুক্ত ভূমিহীন-গৃহহীন পরিবার সংখ্যা ৬৩৩জন। উক্ত পরিবারগুলোকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পুনর্বাসিত করা হয়েছে। এ উপজেলাকে ভূমিহীন- গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।