আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ইং এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শেষে সমাপনী ও সনদ বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ লা মার্চ) বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সালথা উপজেলা হলরুমে সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতান রাজা।কোচের দায়িত্ব পালন করেন সালথা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান এমিলি ও সালথা উপজেলার ফুটবলার আঃ রহিম।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সালথা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীদের মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা হলরুমে সমাপনী অনুষ্ঠান শেষে ৪০জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, বর্তমান ক্রীড়াবান্ধব সরকারের আমলে মাদক এবং সন্ত্রাস মুক্ত থেকে খেলার মাধ্যমে নিজেদের দেহমন গঠনে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার বিষয়ে আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১৬ ই জানুয়ারী থেকে শুরু হওয়া ১মার্চ পর্যন্ত সমাপনী প্রশিক্ষণে উপজেলার ভিবিন্ন প্রতিষ্ঠানের ৪০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।