আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় কেক কেটে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সালথা উপজেলা শাখার সভাপতি মোঃ মাহবুব হোসেন এর ৩৪তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সালথা বাজার সংলগ্ন রোজ হ্যাভেন রেষ্টুরেন্টে কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি চৌধুরী মাহমুদ আশরাফ টুটু,বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ফিরোজ খাঁন রাজ, ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিন আল আমিন তনু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জান-ই মারজানা শারমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সুলাইমান, স্বেচ্ছাসেবক লীগ, সালথা উপজেলা শাখার সহ-সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ, সালথা উপজেলা শাখার সহ-সভাপতি নাইম মুন্সি, জাকের পার্টি ছাত্রফন্ট গট্টি ইউনিয়নের সভাপতি মতিউর রহমান কাজল।
মাহবুব হোসেন বলেন, যারা আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ ও ভালবাসা। সেইসাথে দীর্ঘ পথ চলায় সকলের সহযোগতা কামনা করছি, দোয়া করবেন সবাই।