আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২৩ইং পালিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে সকাল ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, সালথা থানা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী পুষ্পস্তবক অর্পণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃএস এম ইফতেখার আজাদ, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, জেলা পরিষদের সদস্য নূর হোসেন তোতা মিয়া সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ সেলিম মোল্লা প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মী উপস্থিত ছিলেন।