আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গ সংগঠন দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উৎযাপন উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
প্রথমে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ আওয়ামীলীগ সালথা উপজেলা শাখা, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ সালথা থানা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সালথা ইউনিট, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, অফিসার্স ক্লাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সালথা প্রেসক্লাব, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, সালথা সরকারি কলেজ, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
২১ শে ফেব্রুয়ারি দিনের শুরুতে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে প্রভাত ফেরি বের হয়ে সালথা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী শেষে দোয়া মাহফিলের মধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এছাড়াও দিনের সুবিধা জনক সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার শাহীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মহিলা আওয়ামীলীগ নেত্রী হোসনেয়ারা ইকবাল মাতু প্রমূখ।
এছাড়াও আওয়ামীলীগ ও এর বিভিন্ন অঙ্গ সংঘঠন এবং সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।
উল্যেখ্য: জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু কিশোরদের মাঝে প্রতিযোগিতামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।