আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মরহুম মোঃ বেলায়েত হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের আয়োজনে সোমবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এ স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মরহুম বেলায়েত হোসেনের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি মোঃ খায়রুজ্জামান বাবুর সভাপতিত্বে স্মরন সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শামীম তালুকদার, জেলা যুবলীগ সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সহ সভাপতি ফুয়াদুজ্জামান ফরহাদ, সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন প্রমূখ।
বেলায়েত হোসেন এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতী মফিজুর রহমান।
এসময় শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি ও জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু মরহুম বেলায়েত হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর রবিবার রাত সাড়ে ৯ টার দিকে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবলীগ নেতা বেলায়েত হোসেন।