আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার প্রিয় মুখ ক্রীড়ামোদি সৈয়দ আশরাফ আলী (সোনা মিয়া) মাস্টার আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন)। বুধবার ভোররাত ৩টার টার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। সোনা মিয়া উপজেলার বড়খারদিয়া গ্রামের মৃত সৈয়দ মিলাদ আলীর পুত্র এবং বড়খারদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক।
জানা যায়, মঙ্গলাবার দিবাগত রাতে সোনা মিয়া অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে বড়খারদিয়া ঈদগাহ ময়দানে জানাযা শেষে স্থানীয় মিরাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
মিষ্টভাষি, প্রিয়মুখ, ক্রীড়ামোদি সৈয়দ আশরাফ আলী (সোনা মিয়া) মাস্টারের অকাল মৃত্যুতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোক প্রকাশ করেন। তার মৃত্যুতে প্রিয় প্রতিষ্ঠান বড়খারদিয়া উচ্চ বিদ্যালয়, খাড়দিয়া এলাকা ও উপজেলার ক্রীড়াপ্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় ব্যক্তির জানযায় অংশগ্রহণ ও একনজর দেখার জন্য বৃষ্টি উপেক্ষা করে স্বজনেরা তার বাড়িতে ভীর করে। মরহুমের পরিবারের সদস্যরা তার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।