বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

সালথার নবকামে ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা মেলা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২২৯ বার পঠিত

আকাশ সাহাঃ সালথা,ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্র ও শনিবার দুইদিন ব্যাপী কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করেন কলেজ কতৃপক্ষ।

শনিবার (৯ মার্চ) দুপুরে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।এসময় বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তরের মহাপরিচালক ও অত্র কলেজের সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কৃষি গবেষক ও ফরিদপুর- ২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরজ্জামান সরদার, সালথা উপজেলা নির্বাহী অফিসার আনিচুর রহমান বালী, অত্র কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, আওয়ামীলীগ নেতা কাজী শাহ্জামান বাবুল, যুদুনন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রব মোল্যা, সাধারন সম্পাদক আলমগীর মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান খায়ের মুন্সি, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মকুল, যুবলীগ নেতা আজাদ হোসেন, খন্দকার সাজ্জাদ, রুমানুজ্জামান রুমান প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী এমপি বলেন, শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে খেলাধুলায় মনোযোগী হতে হবে। সবাইকে মনে রাখতে হবে আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশ গড়তে তোমাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে প্রতিটি শিক্ষার্থীকে ভালোমতো লেখাপড়া করতে হবে। উন্নত জাতি গড়তে শিক্ষার কোন বিকল্প নেই।তোমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে, যেন মাদকের ভয়াল থাবা তোমাদেরকে ছুতে না পারে। তোমাদের যখন যে কোন খেলাধুলার সামগ্রী প্রয়োজন হয় আমাকে বললে আমি সাথে সাথে পৌঁছে দেয়ার ব্যবস্থা করব।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।