বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
তক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্ক বিষয়ক প্রশিক্ষণ নতুন বছরে উৎস সোস্যাল অরগানাইজেশানের শিক্ষা উপকরণ বিতরণ কালিগঞ্জে ডাম্পার চালিয়ে রাস্তা ক্ষতি সাধন করা যাবেনা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ফের বৃষ্টির আভাস বোয়ালখালীতে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে সবজির দাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ৩১ টি মোবাইল ফোন উদ্ধার নগরঘাটা ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৩ জয়দেবপুর বাজারের মাছ বাজার মার্কেটের উদ্বোধন সাতক্ষীরা পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহয়তা প্রদানে গঠিত কমিটির সভা

সালথার মিরা-‌নিরঞ্জন দম্প‌তির মাথা গোজার ঠাই নাই

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

আকাশ সাহাঃ সালথা (ফ‌রিদপুর) প্রতিনিধিঃ

বর্তমান সম‌য়ে মানুষ আয়‌রোজগার বা‌ড়ি‌য়ে অর্থকষ্ট দূর ক‌রছে। দিন বদ‌লে গ‌ড়ে তুল‌ছে সম্প‌দের পাহাড়। ত‌বে ভাগ‌্য বিগ‌ম্বিত ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার নিঃসন্তান ভূ‌মিহীন দম্পতি নিরাঞ্জন কুমার মা‌লো ও মিরা রা‌নি মাথা গোজার ঠাই তৈরী কর‌তে পা‌রে নাই। এ‌দিক সে‌দিক ঘু‌রে মিরা-‌নিরাঞ্জন এখন ভাড়া বাসায় থা‌কে। নিঃসন্তান হওয়ায় ভাড়া বাসায় অ‌নেক কটু কথা শু‌নে চো‌খের জ‌ল মুছ‌তে মুছ‌তে নতুন ঠিকানায় বে‌ড়ি‌য়ে প‌ড়ে মিরা ও নিরঞ্জন।

জানা যায়, উপ‌জেলার ভাওয়াল ইউ‌নিয়‌নের তু‌গোলদিয়া গ্রা‌মের মৃত গৌড় কার মা‌লোর পুত্র নিরাঞ্জন কার মা‌লোর সা‌থে ৮ বছর আ‌গে বি‌য়ে হয় উপ‌জেলার গ‌ট্টি ইউ‌নিয়‌নের গ‌ট্টি পাটপাশা এলাকার র‌তিকান্ত মা‌লোর কন‌্যা মিরা রা‌নী মা‌লোর। মৃত গৌড় কুমার মা‌লোর ভি‌টে-মা‌টি ছাড়‌ি তেমন অর্থ সম্প‌ত্তি ছিল না, মৃত‌্যুর পূ‌র্বে তাও বি‌ক্রি ক‌রেন তি‌নি। মৃত গৌড় মা‌লোর ৫ ছে‌লে ও ১ মে‌য়ের ম‌ধ্যে সবাই কম বে‌শি জ‌মি কি‌নে বা‌ড়ি ঘর নির্মান ক‌রে সু‌খে শা‌ন্তি‌তে বসবাস কর‌লেও নিরাঞ্জনের আয় রোজগা‌রে তা আর জু‌টে নাই।

বিবা‌হের ৮ বছ‌রে এই দম্প‌তি বিভিন্ন এলাকা ঘু‌রে ঘু‌রে ভাড়া থা‌কেন। শারিরীক অসুস্থতা সারাবছর লে‌গে থাকার কার‌নে ঠিকমত কাজ কর‌তে পা‌রেন না নিরাঞ্জন, মিরাও তেমন কাজ জানেন না। আবার বিবা‌হিত জীব‌নের ৮ বছ‌রে সন্তা‌নের মুখ না দেখার কার‌নে কাজ ক‌র্মেও তেমন মন দি‌তে পা‌রেন না তারা। একটা সন্তান ও মাথা গোজার ঠাই খু‌জে ফে‌রেন সব সময়।

আশ্রয়‌নের অ‌ধিকার শেখ হা‌সিনার অ‌ঙ্গীকার এই শ্লোগান‌কে সাম‌নে রে‌খে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন প‌রিবার‌কে জ‌মিসহ বা‌ড়ি প্রদান করা হ‌য়ে‌ছে। ক‌য়েকটি ধা‌পে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার ৮‌টি ইউ‌নিয়‌নে ‌মোট ৬৩৩‌টি ঘর ভূমিহীনদের মা‌ঝে হস্তান্তর করা হয়। এছাড়াও বি‌ভিন্ন প্রক‌ল্পে আরও অ‌নেক ঘর উপ‌জেলায় প্রদান করা হ‌য়ে‌ছে। কিন্তু কোন ঘরই কপা‌লে জু‌টে নাই হতভাগা মিরা ও নিরাঞ্জা‌নের।

নিঃসন্তান ভূ‌মিহীন দম্পতি নিরাঞ্জন কুমার মা‌লো ও মিরা রা‌নির সা‌থে কথা হ‌লে তারা জানায়, প্রায় ৫বছর যাবত বি‌ভিন্ন বা‌ড়ি‌তে ভাড়া থা‌কে, সন্তান না থাকার কার‌নে বি‌ভিন্ন জায়গা‌তে তা‌দের আটকু‌রে অপবাদ দি‌য়ে বা‌ড়ি থে‌কে বের ক‌রে দেয়। এ‌দিক সে‌দিক ঘু‌রে কোন কুল কিনারা না পে‌য়ে আবারও নতুন ঠিকানা খু‌জে তারা।

নিরাঞ্জন কুমার মা‌লো ও মিরা রা‌নি দম্প‌তি বর্তমান সরকা‌রের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার কা‌ছে এক‌টু মাথা‌ গোজার ঠাই চে‌য়ে ব‌লেন, মাননীয় প্রধানমন্ত্রী আমরা নিঃসন্তান ভূ‌মিহীন দম্পতি আমা‌দের মাথা গোজার কোন ঠাই নাই, আপ‌নি আমা‌দের থাকার মত একটা ব‌্যবস্থা ক‌রে দি‌বেন। আমরা সারাজীবন আপ‌নি ও আপনার প‌রিবা‌রের জন‌্য আ‌শির্বাদ কর‌বো।

ভাওয়াল ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ও উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক ফারুকুজ্জাম‌ান ফ‌কির মিয়া ব‌লেন, বিষয়‌টি আপনার মাধ‌মে জান‌তে পারলাম, শু‌নে খুব খারাপ লাগ‌লো। মাননীয় প্রধানমন্ত্রী আমা‌দের উপ‌জেলাসহ বাংলা‌দে‌শের বিপুল সংখক ভূ‌মিহীন কে জ‌মিসহ ঘর প্রদান ক‌রে‌ছে। আরও আ‌গে যোগা‌যোগ কর‌লে হয়‌তো একটা ব‌্যবস্থা হ‌য়ে যেত। তারপ‌রেও আ‌মি ঐ দম্প‌তি‌কে যথাযথ সহায়তা করার চেষ্টা কর‌বো।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আক্তার হো‌সেন শা‌হিন এই বিষ‌য়ে ব‌লেন, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় জনপ্রতিনিধিদের সমন্বয়ে ভূমিহীন গৃহহীনদের পুনর্বাসন করা হয়েছে। তবুও যদি কেউ আশ্রয়হীন থাকে তাহলে তদন্ত সাপেক্ষে তার পুনর্বাসনের চেষ্টা করা হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।