আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথার ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিম মিয়া (৫০) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
শুক্রবার (১৩ অক্টোবর) রাজবাড়ী সদর থানাধীন জেলখানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
সেলিম সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামের মৃত আবুল বাশার মিয়ার ছেলে।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, ২০০৭ সালে ফরিদপুরের সালথা থানায় দায়ের করা মামলার আসামি সেলিম। মামলার বিচার প্রক্রিয়া শেষে আদালত তার ১১ বছরের সাজার রায় দেন।
রায়ের পর থেকে সেলিম দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেলিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।