আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২অাগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈই, সমাজসেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বী নোমান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নিয়ামত হোসেন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো.আব্দুল বারী, উপজেলা বন কর্মকর্তা মো.তোরাপ হোসেন,সালথা থানার এস অাই তন্ময় সরকার।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া,অাটঘর ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ,গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু,বল্লভদী ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন,মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান অাফছারউদ্দীন মাতুব্বর,যদুনন্দী ইউপি প্যানেল চেয়ারম্যান মো. ফরিদ হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্তিত ছিলেন।