আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে ফরিদপুরের সালথায় উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান (বিপিএম)। মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের কেন্দ্রীয় দূর্গা মন্দির ও আশপাশের বেশ কিছু পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোঃ আমসাদুজ্জামন শাকিল, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ সাদী, ইউপি সদস্য আবু মোল্যা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুপ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক প্রহ্লাদ শীল, উপজেলা কেন্দ্রীয় দূর্গা মন্ডপের সভাপতি বিপুল বিশ্বাস প্রমুখ।
এসময় পুলিশ সুপার মোঃ শাহজাহান (বিপিএম) শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে পূজামন্ডপের আইন-শৃঙ্খলা বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন এবং সবাইকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানান।