আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
দ্বিতীয় ধাপে ফরিদপুর জেলার সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় সালথা উপজেলা নির্বাচন অফিসার মো. ইমরানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২জন,এরা হলেন- বর্তমান চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর ও সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান মোল্লা।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন,এরা হলেন- বর্তমান চেয়ারম্যান আছাদ মাতুব্বর, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিন খন্দকার, তরুণ সমাজ সেবক মোঃ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মোঃ ওয়াজেদ শেখ।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪জন। এরা হলেন-সাবেক চেয়ারম্যান মোছাঃ মোরশেদা খানম,ফারজানা ইয়াসমিন,মোছাঃ শিরি বেগম ও সোহেলী বেগম।
প্রথম বারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক করা হয়েছে। ফলে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের মনোনয়নপত্র জমা দিতে হয় অনলাইনে নির্ধারিত পদ্ধতিতে। এতে করে কোন প্রার্থী তাঁদের কর্মী–সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পাইনি।
রবিবার ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই ২৩ এপ্রিল,প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।