আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ফরিদপুরের সালথা উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা হয়েছে।এতে সভাপতি নির্বাচিত হলেন এমদাদ মোল্লা।
মঙ্গলবার (১৯) জুলাই ফরিদপুর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ পারভেজ হাসান রাজিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নব-নির্বাচিত সভাপতি এমদাদ মোল্লা বলেন,বিশেষ ধন্যবাদ জানায় ফরিদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর প্রতি ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় ও জেলার সভাপতি সাধারণ সম্পাদক দের প্রতি।
আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে এই মহান দায়িত্বের সঠিক ও যথাযথ ব্যবহার করতে পারি।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রশ্নে সর্বদা আমাদের আপোষহীন সংগ্রাম অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালি ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই কমিটি কাজ করে যাবে আগামীতে।