উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাছা নতুনপাড়া এবং বাঁখুয়া গ্রামে দুই বাল্য বিয়ে ভেঙ্গে দিলেন উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান। সঙ্গে ছিলেন প্রসিকিউসন অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নিলুফা ইয়াসমিন। শুক্রবার রাতে পৃথক দু’টি স্থানে মেয়ের বাড়িতে বাল্য বিয়ে দু’টির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নিলুফা ইয়াসমিন জানান, নেওয়ারগাছা নতুনপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে রুখসানা খাতুনের (১৫) সঙ্গে একই গ্রামের নজরুল ইসলামের ছেলে শুভ’র বিয়ে হচ্ছিল। পাশাপাশি বাঁখুয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রজুবা খাতুনের (১৩) সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছিল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তেলকুপি গ্রামের মৃত রহমত আলীর ছেলে আজিমুদ্দিনের সঙ্গে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান একই রাতে দুটি বাড়িতেই ভ্রাম্যমান আদালতের অভিযান চালান। এসময় বিয়ে দুটি ভেঙ্গে দেন তিনি এবং নেওয়ারগাছা গ্রামে রুখসানার বাবা নজরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন। উভয় পরিবার থেকে তাদের মেয়েদের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলিকা নেওয়া হয়। সহকারী কমিশনারের সঙ্গে তিনিও (নিলুফা ইয়াসমিন) উপস্থিত ছিলেন।